জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে আমরা একটি জন্ম সনদ এর সকল তথ্য বের করতে পারি। এতে করে, আমাদের কিংবা আমাদের পরিবারের কারো যদি জন্ম সনদে কোনো প্রকার ভুল-ভ্রান্তি থাকে, তবে সেটি ঠিক করতে পারি। এছাড়াও, জন্ম সনদ যাচাই করার মাধ্যমে আমরা আমাদের জন্ম সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারি। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই , ১৭ ডিজিটের জন্ম সনদ যাচাই করার উপায় সহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
সূচিপত্র
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে কি করতে হবে
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আমাদের প্রথমেই https://everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করে জন্ম সনদের ১৭ ডিজিটের নাম্বার এবং জন্ম সনদে থাকা জন্ম তারিখ দেয়ার পর ক্যাপচা পূরণ করলে আমরা আমাদের দেয়া জন্ম সনদের সকল তথ্য দেক্তে পারবো। এখান থেকেই আমরা সহজে আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবো। তো চলুন, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার সকল প্রক্রিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয়
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য আপনাকে প্রথমেই বাংলাদেশ সরবারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর নিচে দেখানো ইমেজ এর মতো দেখতে পাবেন। এখানে নিচে দেখানো ধাপগুলোর মতো করে সকল তথ্য দিয়ে আপনার জন্ম সনদ যাচাই করতে পারবেন।
ধাপ ১ : প্রথমেই ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। এটি বাংলাদেশ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এ ওয়েবসাইট থেকেই এখন আমাদের জন্ম নিবন্ধন সনদ এর সকল তথ্য পাওয়া যাবে।
ধাপ ২ : এবার, আপনি যে জন্ম সনদ এর নিবন্ধন তথ্য বের করতে চাচ্ছেন, সেটির ১৭ ডিজিটের কোডটি Birth Registration Number: লেখার নিচের বক্সে লিখে দিবেন।
ধাপ ৩ : এ ধাপে Date of Birth (YYYY-MM-dd): লেখার নিচে যে বক্স আছে, সেখানে উক্ত জন্ম সনদের জন্ম তারিখ লিখে দিবেন।
ধাপ ৪ : এখন নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। এটি দেখে নিচের বক্সে উত্তর লিখে পূরণ করে দিবেন। তারপর সার্চ এ ক্লিক করবেন।

জন্ম নিবন্ধন যাচাইের সময় কোন তথ্য না আসলে কি করতে হবে
উপরোক্ত ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই একটি জন্ম নিবন্ধন সনদ এর তথ্য দেখতে পাবেন। এরপর সকল তথ্য মিলিয়ে দেখতে পারেন। জন্ম নিবন্ধন সনদ যাচাই করার সময় যদি কোনো ভুল থাকে, তবে আপনাকে উক্ত জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হবে। কিন্তু কোনো কারণে যদি দেখেন যে, আপনার জন্ম নিবন্ধন সনদ এর তথ্য দিলেও কোনো কিছু আসছে না। তখন এ সমস্যার দুইটি কারণ হতে পারে। একটি হচ্ছে ১৬ ডিজিটের জন্ম সনদ হওয়ার কারণে এমন হচ্ছে, আরেকটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে নেই।
আমার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে না থাকলে কি করতে হবে
এক্ষেত্রে আপনাকে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। আপনার জন্ম সনদ যদি ১৬ ডিজিটের হয়ে থাকে, তবে সেতিকে অনেক সহজেই ১৭ ডিজিটের বানিয়ে ফেলতে পারবেন। এজন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন। এরপর ১৬ ডিজিটের জন্ম সনদ ১৭ ডিজিট বানিয়ে আবারও অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন এর তথ্য যাচাই করতে কি তথ্য লাগবে
জন্ম নিবন্ধন এর তথ্য যাচাই করতে অবশ্যই জন্ম সনদ এর নম্বর এবং জন্ম তারিখ লাগবে। তবেই আপনি একজন ব্যক্তির জন্ম সনদের তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন নম্বর ১৬ থেকে ১৭ ডিজিট করার নিয়ম
আপনার জন্ম সনদ যদি ১৬ ডিজিটের হয়ে থাকে,তাহলে অনেক সহজেই ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ১৭ ডিজিটের করতে পারবেন।এখন জন্ম নিবন্ধন যাচাই করতে গেলে ১৭ ডিজিটের জন্ম সনদের নাম্বার না হলে সমস্যা দেখা দেয়। তাই ১৬ ডিজিটের জন্ম সনদ ১৭ ডিজিট করতে পারবেন ছোট্ট একটি কাজ করে। এজন্য আপনার ১৬ ডিজিটের জন্ম সনদের শেষের ৫ ডিজিটের পূর্বে একটি শুন্য(০) বসিয়ে দিবেন। অর্থাৎ, আপনার জন্ম সনদের শেষের ৫ ডিজিট যদি হয় ৩৬৭২৮ তবে এর সামনে একটি ০ বসিয়ে দিয়ে সেটি হয়ে যাবে ০৩৬৭২৮ । এভাবে করে অনেক সহজেই আপনার ১৬ ডিজিটের জন্ম সনদের নম্বর ১৭ ডিজিট করতে পারবেন।
কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়
জন্ম তারিখ দিয়ে যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চান, তবে প্রথমেই ভিজিট করুন ttps://everify.bdris.gov.bd ওয়েবসাইটে। তারপর এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এবং আপনার জন্ম নিবন্ধন সনদ এ থাকা জন্ম তারিখ দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লেখার সময় যদি একটু ভুল করেন, তবে কোনো তথ্য পাবেন না। তাই, সাবধানে দেখে দেখে লিখে দিবেন। জন্ম তারিখ লেখার সময় প্রথমে তারিখ, তারপর মাস এবং বছর এভাবে করে দিবেন। এরপর নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। এই ক্যাপচাতে আপনাকে কিছু সহজ অঙ্ক দেয়া হবে। যোগ করতে বলতে পারে কিংবা বিয়োগ করতে বলতে পারে। ক্যাপচা পূরণ করে সার্চ করবেন। এরপর আপনার দেয়া জন্ম সনদ এর সকল তথ্য দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক মোবাইল apps
আমরা চাইলে https://everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট না করে একটি আন্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে যেকোনো জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারি। উপরে আমি যেসব পদ্ধতি দেখিয়েছি, সেভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে গেলে আমাদের একটি ওয়েবসাইট ভিজিট করতে হয়। কিন্তু, অনেকেই অ্যাপস এর মাধ্যমে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে চায়।কিন্তু, সরকারী কোনো জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps নেই, যা দিয়ে আমরা জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারি। তবে, আমরা একটি আন-অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে সহজেই অ্যাপ দিয়ে আমাদের জন্ম সনদের তথ্য যাচাই করতে পারি।
মোবাইলে অ্যাপ দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়
অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করে নিবেন। তারপর পূর্বের মতো পদ্ধতি অনুসরণ করে Birth Registration Number: এর নিচের বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম সনদের নাম্বার দিবেন এবং Date of Birth (YYYY-MM-dd): এর নিচের বক্সে জন্ম তারিখ দিবেন। তবে, জন্ম তারিখ দিবেন dd/mm/yy ফরম্যাটে। অর্থাৎ, প্রথমে জন্ম তারিখ, তারপর জন্ম মাস, অতঃপর জন্ম সাল। এভাবে করে দেয়ার পর ক্যাপচা পূরণ করবেন। তারপর সার্চ করলে আপানার জন্ম সনদ এর সকল তথ্য পেয়ে যাবেন। এখানে থেকে আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে।
- আমাদের আরও কিছু পোস্ট
- অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন কিভাবে করতে হয়
- আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩
- বাংলাদেশের ফল ও ফুল – সব ঋতুর ফল এবং ফুল
কিভাবে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়
অনলাইনে শুধুমাত্র নাম দিয়ে একজন মানুষের জন্ম নিবন্ধন সনদ যাচাই করা সম্ভব না। আপনি যদি নাম দিয়ে জন্ম সনদের তথ্য যাচাই করতে চান, তবে আপনাকে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন যেতে হবে। সেখানে গিয়ে নাম এবং পিতার নাম ও এলাকার নাম বলে কোনো কর্মকর্তার সাহায্যে জন্ম সনদের তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া, শুধু নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার কোনো উপায় নেই। কারণ, একই নামের হাজারের অধিক মানুষ আছে বাংলাদেশে।
উপসংহার
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন। এছাড়াও, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার সময় আমাদের কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত সেসব বিষয়ে বিস্তর আলোচনা করেছি। জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এসব সমস্যা কিভাবে সমাধান করবেন সেসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আজকের এই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ যাচাই করার পোস্টটি আপনার কাছে অনেক সহায়ক হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেয।